জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেডআরএফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে রাজধানীর মানিকদি এলাকার তিনটি মাদ্রাসা ও এতিমখানায় কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অসহায় ও এতিম শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং মরহুম রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেডআরএফ-এর পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, কৃষিবিদ শফিউল আলম দিদার, ইঞ্জিনিয়ার উমাশা ওমাউন মনি চৌধুরী, ডা. বয়জার রহমান, ডা. রেজাউল করিম মনি এবং প্রফেসর ড. সাইফুল্লাহ সোহাগ।মানিকদি এলাকার মাদ্রাসাসমূহে এই আয়োজন ছাড়াও রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে ফাউন্ডেশনের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।