• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:১৫ (23-Jan-2026)
  • - ৩৩° সে:
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সানন্দবাড়ীতে শিবিরের বিক্ষোভ মিছিল

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সানন্দবাড়ীতে শিবিরের বিক্ষোভ মিছিল

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিত করার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে শুরু হয়ে বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন গাজিপুর মহানগরের দায়িত্বশীল শিবির নেতা ইব্রাহিম খলিল, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. মতিউর রহমান আকন্দ, সেক্রেটারি মো. নাজমুল হক মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে শাকসু নির্বাচন ঘোষণা ও সুষ্ঠুভাবে আয়োজনের দাবি জানান এবং দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সানন্দবাড়ী কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে শেষ হয়।