• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ রাত ১০:৫৩:৫৩ (22-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরিতে ছয়বার অগ্ন্যুৎপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি সেমেরুতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। ২১ ডিসেম্বর রোববার ভোরে টানা ছয়বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ফলে আগ্নেয়ছাই ও ধোঁয়া পর্বতের চূড়া থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজ জানায়, লুমাজাং ও মালাং জেলার সীমানায় অবস্থিত সেমেরু আগ্নেয়গিরিতে স্থানীয় সময় ভোর ৫টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়। লুমাজাংয়ের সেমেরু পর্যবেক্ষণ পোস্টের কর্মকর্তা লিসওয়ান্তো জানান, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির শীর্ষ থেকে ঘন ধোঁয়া ও ছাইয়ের স্তম্ভ আকাশে উঠে যেতে দেখা গেছে।ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র (পিভিএমবিজি) এক বিবৃতিতে জানায়, সেমেরু আগ্নেয়গিরি বর্তমানে সতর্কতার তৃতীয় স্তর বা লেভেল–৩ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় জনসাধারণকে আগ্নেয়গিরির দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসুক কোবোকান এলাকায় চূড়া থেকে ১৩ কিলোমিটারজুড়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া আগ্নেয়শিলার খণ্ড উড়ে আসার ঝুঁকি থাকায় মূল ক্রেটার থেকে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন সময় অগ্ন্যুৎপাতের সময় ধোঁয়া ও ছাইয়ের স্তম্ভ ৫০০ মিটার থেকে এক হাজার ২০০ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৭৬ মিটার উচ্চতার সেমেরু ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। অতীতে এর অগ্ন্যুৎপাত বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এ কারণে দেশটিতে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকি বিরাজ করে।