খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ জানুয়ারি সকালে খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঢাকা বিভাগীয় সহকারী সিনিয়র কমিশনার ও খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শওকত মেহেদী সেতুর অনুমতিক্রমে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিঝিল থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশতাক আহমেদ, সহকারী থানা শিক্ষা কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, শিক্ষক রেবা রাণী সরকার, ইনর্চাজ মো. মাসুদুজ্জামান, সিনিয়র শিক্ষক বোরহান উদ্দীন, অভিভাবক মো. মাজহারুল ইসলাম বেলাল, মো. এহসান, মো. লিটনসহ শিক্ষক, কর্মচারী, অভিভাবকবৃন্দ, সাংবাদিক প্রমূখ উপস্থিত ছিলেন।অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতার অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হবার মতো বিজয় অর্জন করবে।সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।পরে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।