• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ রাত ০৯:৫৭:২৬ (18-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বিজিবি। ১৭ সেপ্টেম্বর বুধবার রাত ৯টার দিকে মাদরা সীমান্তের তেঁতুলতলা নামক স্থান থেকে এই ডলার উদ্ধার করা হয়।বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সাতক্ষীরার মাদরা সীমান্তের তেঁতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সীমান্তের দিকে যাওয়া সন্দেহভাজন একজন ব্যক্তিকে ধাওয়া করলে তার হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।পরে তল্লাশি করে চোরাকারবারির ফেলে যাওয়া পলিথিন ব্যাগের মধ্যে একশ’ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার আমেরিকান ডলার পাওয়া যায়।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক জানান, উদ্ধার হওয়া ডলারের বাংলাদেশি টাকায় পরিমাণ দাঁড়ায় ছত্রিশ লক্ষ ৩৭ হাজার দুইশ’ টাকা। আইনি কার্যক্রম শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।