সুনামগঞ্জে যৌথ অভিযানে ভারতীয় ফুচকা ও জিরা জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও জিরা জব্দ করা হয়েছে।২১ ডিসেম্বর রোববার ভোররাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ঘাঘটিয়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করানো ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুচকা ও ২ হাজার ৫০০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দ হওয়া এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ লাখ টাকা।লেফটেন্যান্ট কর্নেল এ. কে. এম. জাকারিয়া কাদির বলেন, সীমান্তে সার্বিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।