• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩২:৫৬ (25-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

এবার বদলে গেলো বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সর

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) টাইটেল স্পন্সর পদে একদিনের মধ্যেই বড় পরিবর্তন ঘটেছে। পূর্বে পেট্রোনাস নামে মালয়েশিয়ার একটি রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানির নাম ঘোষিত থাকলেও, বিষয়টি নিয়ে বড় ধরনের বিতর্কের পর স্পন্সর হিসেবে নির্বাচিত হয়েছে ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড ‘ইউনাইটেড হেলথকেয়ার’।২৪ নভেম্বর সোমবার পেট্রোনাস তাদের ওয়েবসাইটে জানায়, তারা বাংলাদেশ ফুটবল লিগের স্পন্সরশিপ বিষয়ে কোনো পূর্বে অবগত ছিল না এবং তাদের ব্র্যান্ডের ব্যবহার অনুমতিও দেয়নি।মালয়েশিয়ার পেট্রোনাস কর্তৃপক্ষ প্রথম জানতে পারে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। এর ফলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ইউনাইটেড গ্রুপের জন্য গুছিয়ে নেওয়া স্পন্সরশিপ চুক্তি জটিল পরিস্থিতিতে পড়েছিল।ইউনাইটেড গ্রুপ বাংলাদেশে পেট্রোনাসের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হলেও মূল পেট্রোনাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই ব্র্যান্ডকে লিগের স্পন্সর হিসেবে বেছে নেওয়ায় সমস্যা তৈরি হয়। মালয়েশিয়ার ফুটবলপ্রেমীরাও প্রশ্ন তুলেছে কেন তাদের দেশীয় লিগে স্পন্সর না থেকে বাংলাদেশে পেট্রোনাসের নাম ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যমেও খবর উঠে।দিনভর চলা সমালোচনা ও আলোচনার পর মূল প্রতিষ্ঠান পেট্রোনাসকে রাজি করাতে ব্যর্থ হয়ে সন্ধ্যায় ইউনাইটেড গ্রুপ লিগের নতুন স্পন্সর হিসেবে ‘ইউনাইটেড হেলথকেয়ার’ ঘোষণা করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।তবে মাঠে এখনো লিগের নতুন লোগো বা স্পন্সরের ব্র্যান্ডিং দেখা যায়নি। গতকাল থেকে লিগের ম্যাচগুলো আগের মতোই সাদামাটা পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।বাংলাদেশ ফুটবল লিগ নতুন স্পন্সর নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে, যেখানে আশা করা হচ্ছে এটি লিগের মান ও প্রচার-প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।