মালদ্বীপে হাইকমিশনারের সাথে বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মালদ্বীপ প্রতিনিধি : মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দরা। গতকাল হাইকমিশনের হলরুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় হাইকমিশনার সংগঠনটির দেশটিতে সামাজিক কার্যক্রমসহ প্রবাসীদের কল্যাণে তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন,এবং তাদের সাথে আন্তরিকতার সহিত কৌশল বিনিময় করেন।এছাড়াও বৈঠকে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং তাদের কর্মস্থলে সর্তকতা অবলম্বন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন মিশনের কনসুলার সহকারী ইবাদ উল্ল্যাহ।বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সভাপতি ডা. এইচ এম সোহেল এর নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দরা নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. নাজমুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এ বৈঠকে হাইকমিশনারের সাথে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ফোরামের নেতৃবৃন্দরা।যার মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ বিমানের ঢাকা–মালে রুটে নিয়মিত ফ্লাইট চালুর উদ্যোগ, রুফিয়া লেনদেনের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো সহজ করতে বাংলাদেশের ব্যাংকের শাখা খোলার প্রস্তাব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন, ধাওয়া সেন্টারের আদলে প্রবাসী বাংলাদেশীদের জন্য মালদ্বীপে মসজিদ নির্মাণ, বৈধ কর্মীদের হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ।বৈঠক শেষে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দরা আসা করেন, এই সাক্ষাৎ প্রবাসী বাংলাদেশীদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।বৈঠকে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, বাইতুল মাল সম্পাদক ডা. ইসমাইল হারুন, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুস সবুর,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. দিদারুল আলম ভূঁইয়া এবং প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম প্রমুখ।