• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:১৩:১৯ (07-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: ​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' জনগণের মধ্যে প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।৩ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় শ্রীপুরের মাওনা বাজারে কর্মসূচিটি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আক্তারুল আলম মাস্টারের পক্ষে, ভোট পার্থনা ও গণসংযোগে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাবেক এবং স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখযোগ্যদের মধ্যে ​উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম।​উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলাম পলাশ। ​তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মদিন ফকির। ​এছাড়াও মাওনা ইউনিয়ন, তেলিহাটি ইউনিয়ন এবং উপজেলা মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।​​নেতাকর্মীরা বাজারের দোকানপাট, পথচারী, দিনমজুর এবং রিকশাচালকসহ সাধারণ মানুষের হাতে হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন।স্থানীয় ​নেতাকর্মীরা জানান, এই ৩১ দফা কেবল রাজনৈতিক দল পরিবর্তনের আহ্বান নয়, এটি সুশাসন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক একটি রাষ্ট্র গঠনের সুস্পষ্ট রূপরেখা। জনগণের কাছে এই গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়াই ছিল কর্মসূচির প্রধান লক্ষ্য।​স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই প্রচার কার্যক্রম ৩ আসনের উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে চলবে, যাতে তৃণমূল পর্যায়ের মানুষের কাছেও বিএনপির নতুন রাষ্ট্র কাঠামোর বার্তা পৌঁছে দেওয়া যায়।