• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০১:১১:৪৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

জি২০ সম্মেলন উপলক্ষে ৭ সেপ্টেম্বর ভারত আসছেন বাইডেন

২ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:১৩:৪৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জি২০ সম্মেলনে অংশ নিতে আগামী ৭ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে হবে এই শীর্ষ সম্মেলন।

Ad
Ad

জি২০ সম্মেলনের সভাপতি ভারত। এই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের আতিথেয়তার দায়িত্ব পালন করবে দেশটি।

Ad

জানা গেছে, জি২০ সম্মেলনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ৯ ও ১০ সেপ্টেম্বর তিনি জি২০ সম্মেলনে অংশ নেবেন। এবারের সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তর, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইসহ বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলায় বিভিন্ন যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা।

তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সম্পর্কেও আলোচনা করবেন। এছাড়া বিশ্বব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন তারা। সূত্র: এনডিটিভি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫








Follow Us