নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসকে নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে দেশটিতে ইইউর ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিশনটির নেতৃত্ব দেবেন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি ইভার্স ইজাবস।
এতে আরও বলা হয়, পর্যবেক্ষক দলটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে এবং এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে। এই মিশন বাংলাদেশের প্রতি ইইউর সমর্থন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকারের একটি বাস্তব প্রতিফলন।
প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইইউর সমর্থনের একটি বাস্তব উদাহরণ হলো এই মিশন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available