• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৩৫:৪০ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদ উল্লাহ

৩০ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:০৭:০০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার খবর জানিয়ে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

Ad

৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিয়াদের স্ত্রী এক ফেসবুক পোস্টে রিয়াদের অসুস্থতার খবর জানান।

Ad
Ad

পোস্টে মিষ্টি লিখেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।

মাহমুদউল্লাহর অসুস্থতা নিয়ে জানা গেছে, গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ।

তবে হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলেন। কিছু দিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ডিএসসিসির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
৩ নভেম্বর ২০২৫ দুপুর ০২:১৩:২১

সংবাদ ছবি
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০
৩ নভেম্বর ২০২৫ দুপুর ০২:০৯:৩৬





Follow Us