- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ১০:৪৯:৫১ (28-Dec-2025)
- - ৩৩° সে:
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৯ নভেম্বর বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি আইরিশ হিল হাইওয়ে সামনে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ, ময়নামতি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোটবাড়ি আইরিশ হাইওয়ে পাশে কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস দাঁড়িয়ে ছিল। রাত ৩টায় দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available