- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৮:২৮:২৯ (28-Dec-2025)
- - ৩৩° সে:
যশোর ব্যুরো: যশোরের বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার ৩ আসামিকে আটক করেছে থানা পুলিশ।

আটক আসামিরা হলো, শার্শা থানার কুল পালা গ্রামের মোশারফ হোসেনের ছেলে জাফির হোসেন (৩৩), অগ্রভুলোট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আল- মামুন (২৫) ও বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃত হামিদ মুন্সির ছেলে রিয়াজুল ইসলাম (৪০)।


২৩ ফেব্রয়ারি শুক্রবার বেনাপোল পোর্টথানার পুলিশ জানায়, বেনাপোল পোর্টথানার ৩নং ঘিবা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ কেজি গাজাঁসহ ১ জন, ৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন ও বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামস্থ বেলতলার মোড় হইতে ৫০ পুরিয়া হেরোইনসহ ৩ জন গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
House-60, Block-A, Road-1, Gulshan 1, Niketon, Dhaka, Bangladesh.
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available