• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ সকাল ১১:৩৭:৩৪ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১শ’ ২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৪। এসময় একটা প্রাইভেটকার জব্দ করা হয়।২০ সেপ্টেম্বর শনিবার রাত ১০টার দিকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।অভিযান সূত্রে জানা যায়, উপজেলার নাটালের মোড় সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম দিকে সিরাজনগর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর তাৎক্ষনিকভাবে তল্লাশী চৌকি স্থাপন করে। এ সময় ১টি সাদা রঙের প্রাইভেটকার চৌকির নিকট আসলে র‌্যাবের তল্লাশী চৌকি দেখে কৌশলে অজ্ঞাতনামা মাদক কারবারীসহ ড্রাইভার পালিয়ে যায়।এসময় প্রাইভেটকার তল্লাশী করে ১শ’ ২ কেজি গাঁজা, মাদক কাজে ব্যবহৃত ১টি সাদা রঙের প্রাইভেটকার এবং ড্রাইভিং সিটের পাশে থাকা বাংলাদেশি মুদ্রার বিভিন্ন নোট ৪৪৫/-টাকা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্য গাঁজার বাজার মূল্য ২০, ৪০,০০০/-টাকা।পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।