• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৪৩:৫৬ (21-Dec-2025)
  • - ৩৩° সে:

সাবেক প্রতিমন্ত্রী শামীমকে বরিশাল কারাগারে প্রেরণ

২৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৩১:৪৮

সংবাদ ছবি

বরিশাল প্রতিনিধি: বরিশালে বিএনপি অফিস পোড়ানা মামলার প্রধান আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Ad

২৩ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী অপেক্ষার পর সন্ধ্যা ঠিক ৭টায় যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তোলা হয়। এ সময় জামিনের আবেদন করলে দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক মো. নূরুল আমিন আসামি জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Ad
Ad

এর আগে ২২ সেপ্টেম্বর রোববার রাজধানী থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের পর  সোমবার তাকে বরিশালে আনা হয়। আদালতে আনা হবে এই সংবাদে দুপুর দুইটা থেকে আদালত চত্বরে বিএনপি এবং আওয়ামীলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে।

এসময় সাবেক প্রতিমন্ত্রীর সমর্থক মো. শাহরিয়ার সাচিব রাজিবকে এর পরক্ষণেই দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিনের উপর হামলা চালায় বিএনপির কর্মী সমর্থকরা। খবর পেয়ে কাউন্সিলর জয়নাল আবেদিনের সমর্থকরা আদালত চত্বরে মহড়া দেয়।

এদিকে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় বিএনপি পন্থী আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, বিএনপি অফিস পোড়ানো এবং বোমা হামলা করানো মামলায় কেন রিমান্ড চাবরিশালে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীকে জেলহাজতে প্রেরণ
বিরশাল প্রতিনিধি:

বরিশালে বিএনপি অফিস পোড়ানা মামলার প্রধান আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। সোমবার দিনব্যাপী অপেক্ষার পর সন্ধ্যা ঠিক ৭টায় যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তোলা হয়। এসময় জামিনের আবেদন করলে দুই পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক মো. নূরুল আমিন আসামি জাহিদ ফারুক শামীমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২২ সেপ্টেম্বর রোববার রাজধানী থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের পর  সোমবার তাকে বরিশালে আনা হয়। আদালতে আনা হবে এই সংবাদে দুপুর দুইটা থেকে আদালত চত্বরে বিএনপি এবং আ০য়ামীলীগের নেতা কর্মীরা জড়ো হতে থাকে। এসময় সাবেক প্রতিমন্ত্রীর সমর্থক মো. শাহরিয়ার সাচিব রাজিবকে এর পরক্ষণেই দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিনের উপর হামলা চালায় বিএনপির কর্মী সমর্থকরা।খবর পেয়ে কাউন্সিলর জয়নাল আবেদিনের সমর্থকরা  আদালত চত্বরে মহড়া দেয়।

এদিকে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে রিমান্ড না চা০য়ায় বিএনপি পন্থী আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, বিএনপি অফিস পোড়ানো এবং বোমা হামলা করানো মামলায় কেন রিমান্ড চাওয়া হলো না এর জবাব চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বামনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে জরিমানা
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৯:৪৯


সংবাদ ছবি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:৩৭


সংবাদ ছবি
নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বাড়ছে ভোগান্তি
২১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫১:২৮



সংবাদ ছবি
মেহেরপুরে মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার
২১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৪:২৯



Follow Us