• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই পৌষ ১৪৩২ রাত ১২:১৪:৫২ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

৩৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

৩ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৩:২৪

সংবাদ ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীতে নাব্য সংকটের কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুট দীর্ঘ ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পরে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

Ad

৩ নভেম্বর রোববার বেলা ১০টার দিকে আরিচা ফেরিঘাট থেকে একটি ফেরি লোড দিয়ে কাজিরহাট ফেরিঘাটের উদ্দেশ্যে আরিচা ঘাট ছেড়ে যায়। দীর্ঘ সময় নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় প্রায় চারশো পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের অপেক্ষায় আটকে আছে।

Ad
Ad

বেলা সোয়া ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ১ নভেম্বর রাত ১০টার থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি যমুনা নদীতে ডুবোচরের কারণে মাঝে মধ্যে নৌ-চ্যানেলের যানবাহন বোঝাই ফেরি আটকে পড়তো। আরিচা ফেরিঘাটের অদূরে ডুবোচর জেগে ওঠায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপরও ফেরিগুলো ঝুঁকি নিয়ে নৌরুটে যানবাহন পারাপারে চলাচল করে আসছে। তবে নদীতে পানি কমে যাওয়ায় নৌ চ্যানেলটি সরু হতে থাকে। এই চ্যানেল দিয়ে ফেরি চলাচল করার জন্য যতটুকু গভীরতা আর পানি প্রয়োজন সেটা নেই। ফলে নাব্যতা সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে উভয় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন আটকা পরেছে। নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলোর চালক ও শ্রমিকেরা বিপাকে পড়েছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরি বলেন, নাব্য সংকটের কারণে শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) যমুনা নদীর নাব্য রক্ষার্থে ড্রেজিং ইউনিট অব্যাহতভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজকে সকালের দিকে পরীক্ষামূলভাবে নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে। নৌরুটের উভয় ঘাট থেকে ফেরি ছাড়া হয়েছে, নৌ চ্যানেলে ফেরি চলতে কোনো সমস্যা না হলে পুরোপুরিভাবে আমরা ফেরি অপারেশন করতে পারবো বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us