• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সকাল ১১:৫৩:২৪ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

২৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:০৬:৩৮

সংবাদ ছবি

রতন আলী, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ নারীসহ আটজন নিহত হয়েছেন।

Ad

২৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস আইড়মারী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে পরবর্তীতে  চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন মাইক্রোবাস চালক শাহাব, গোলারডাল গ্রামের শুক্কুর আলীর স্ত্রী সীমা বেগম (৪২), দৌলতপুরের ধর্মদহ গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০), মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী শেলী বেগম (৬০), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৭৫), প্রাগপুরের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), মেহেরপুরের গাংনী বেতবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৭৫)। নিহতদের মধ্যে অধিকাংশই আত্মীয় এবং পারিবারিক কাজে অংশ নিতে ঢাকা যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন এবং বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।

পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে এবং জব্দ করা হয়েছে ট্রাকটি। চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৩৩

সংবাদ ছবি
গানম্যান পেলেন নাহিদ-হাসনাতসহ এনসিপির ৪ জন
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৩


সংবাদ ছবি
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৯:৪০



সংবাদ ছবি
দুর্ঘটনার শিকার ইমরান হাশমি
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৫:২৪


সংবাদ ছবি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:২০



Follow Us