• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৩৫:৩৪ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১১:৪২

সংবাদ ছবি

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Ad

৪ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই ৩টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ চেক হস্তান্তর করা হয়।

Ad
Ad

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং এ সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি বয়ে আনবে বলেও মন্তব্য করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬




সংবাদ ছবি
হাদির মৃত্যুতে তারকাদের আবেগঘন পোস্ট
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫২:৫৪




সংবাদ ছবি
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৫:৫০


Follow Us