নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে রূপগঞ্জে দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।

২৮ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জের কাঞ্চনের কামেল মাদ্রাসায় দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ঔষধ বিতরণ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং রক্তদান কর্মসূচি।


এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন।

কর্মসূচিটি সফল করতে সহযোগিতা করে ডিকেএমসি হাসপাতাল, যার অভিজ্ঞ চিকিৎসক দল ক্যাম্পে উপস্থিত হয়ে শতাধিক দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। কর্মসূচিতে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও, রক্তদান কর্মসূচিতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী রক্তদান করেন এবং মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ অনেকে তাদের ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।
আয়োজক ইসমাইল মামুনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতারা এই জনমুখী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয় জনসাধারণ এই ধরনের সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available