• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:২০:৩৮ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্যসহ ৬ জন আটক

৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১৯:১৭

সংবাদ ছবি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানব, নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য এবং এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

বিজিবি জানায়, ২৯ বিজিবির অধীনস্থ রসুলপুর বিওপির একটি টহলদল গোপন সূত্রে জানতে পারে যে, আন্তর্জাতিক শূন্য রেখা থেকে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর ছেলে মো. আফিতের বসতবাড়িতে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে এবং তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য একত্রিত হয়েছে।

এই সংবাদের ভিত্তিতে রসুলপুর বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬ জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ৬ জনের মধ্যে রয়েছেন সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য ভারতীয় নাগরিক সুতিশ বর্মনের ছেলে নেপাল বর্মন। বাকিরা হলেন, নওগাঁ জেলার ওমর বর্মনের মেয়ে জলি রাণী, মিঠুন চন্দ্রের মেয়ে তনুশ্রী রাণী, মিঠুন চন্দ্রের মেয়ে রাজশ্রী রাণী, মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী বিজন কুমার দাস, এবং শ্রী বিজয় কুমার দাসের স্ত্রী শ্রীমতি লিপি রাণী দাস।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, ‘বিজিবি দেশের কল্যাণে, দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সংঘবদ্ধ মানব পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। 
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ‘

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৪



সংবাদ ছবি
চাটমোহরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:২৭








Follow Us