• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:১১:০৯ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়ন।২ নভেম্বর রবিবার রাতে এসব অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া উপজেলা, এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭৯ লাখ ৫২ হাজার টাকার মোবাইল ফোন ডিসপ্লে এবং ২৫ লাখ ৪৮ হাজার টাকার খাদ্যসামগ্রী।লে. কর্নেল জিয়াউর রহমান আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।বিজিবির এই অভিযানে সীমান্তে চোরাচালান কার্যক্রমে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।