বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক বাবা।

৯ নভেম্বর রোববার সকালে তারাটিয়া বাজারে ওই সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাহাজ সরকার পাড়া এলাকার ভুক্তভোগী হাসমত আলী।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসমত আলী বলেন, ‘প্রথম স্ত্রীকে তালাক প্রদান করে তিন মাস আগে আমি পার্শ্ববর্তী এলাকায় নাছিমা আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করি। আমি দ্বিতীয় বিবাহ করায় আমার প্রথম স্ত্রী আরিফা বেগম ও আমার বড় ছেলে আরিফুল ইসলাম, ছেলে আতিক আমার ওপর ক্ষুব্ধ হয়। দুই মাস আগে আমি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে গেলে আমার ছেলে আরিফুল, আতিক ও আমার ভাতিজা ফজলু মিয়া আমাকে মারধর ও রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়।’
তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় মামলা দায়ের করলে তারা আরও ক্ষেপে যায়। আমার ছেলে জামিনে বের হয়ে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমার বাড়ি, ঘর, দোকান ও সম্পদ দখল করে নিয়েছে। তারা আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমি দুই মাস ধরে আমার ফুফুর বাড়িতে অবস্থান করছি এবং মানবেতর জীবনযাপন করছি।’
জীবনের নিরাপত্তা চেয়ে তিনি বলেন, ‘আমি বাড়িতে যেতে চাইলে আমার ছেলে আরিফ, আতিক ও ভাতিজা ফজলু আমাকে হত্যার হুমকি দিচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। আমি বর্তমানে ভয়ে ও আতঙ্কে দিনাতিপাত করছি। তাই প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা কামনা করছি। পাশাপাশি আমার ছেলে ও ভাতিজার বিচার দাবি করছি।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসমত আলীর দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available