বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: তারা (জামায়াত) ঘি চায় আর আমরা গণতন্ত্র চাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, তাদের নাকি ঘি লাগবেই, কিন্তু আমাদের ঘি লাগবে না। আমাদের দরকার গণতন্ত্র, ভোটের অধিকার ফিরে পাওয়া দরকার। আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, যারা আমাদের নিয়ে যারা প্রতিনিয়ত সমালোচনা করছেন তাদেরও ছাড় দিচ্ছি। কিন্তু নির্বাচন নিয়ে আর ছাড় নয়।


৯ নভেম্বর রোববার বিকেলে জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত জামায়াতকে ইঙ্গিত করে বলেন, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে কিন্তু আপনারা ১১ তারিখে কীসের জন্য ঢাকায় লোক সমাগম করছেন? আসলে আপনারা আওয়ামী লীগের সাথে আতাঁত করে চলছেন। কারণ আপনারা ৯৬ সালে এক সঙ্গে ছিলেন।
সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খানের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, সহসভাপতি মোকাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available