সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় তালাক দেয়ায় স্ত্রীর বাবার বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বামী বিরুদ্ধে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এর আগে ১২ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে ঘটনাটি ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের ওয়াদুদ খানের একমাত্র মেয়ে মারজানা আক্তার অনুর (২৫) সাথে ২০২১ সালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চৌগাছা গ্রামের আজম খানের ছেলে শাওন খানের (৩৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই অনু জানতে পারে তার স্বামী শাওন মাদকাসক্ত ও পরকীয়ায় জড়িত। এ নিয়ে প্রায়ই শাওন ও তার পরিবার অনুকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর এক সালিশের মাধ্যমে তাদের তালাক হয়। এরপর থেকে অনু বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন।
সর্বশেষ বুধবার রাতে শাওনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরিকল্পিতভাবে ওয়াদুদ খানের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগে করেন অনুর বাবা ওয়াদুদ খান।
এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় তারা পাশের মাঠে ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছিলেন। হঠাৎ খবর পান, ওয়াদুদ খানের বাড়িতে আগুন লেগেছে। পরে সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে অভিযুক্ত শাওন খানের সাথে কথা বলতে তার মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available