• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৩০:০৫ (22-Nov-2025)
  • - ৩৩° সে:

হারুয়ালছড়ি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭:১৯

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, কৃষিনির্ভর এই অঞ্চলে টেকসই সেচব্যবস্থা নিশ্চিত করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সমবায় পারে পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে। এতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি কৃষকরাও সরাসরি উপকৃত হবে।’

Ad

২২ নভেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ সরকারের জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

হারুয়ালছড়ি সমবায়ের কার্যক্রমের প্রশংসা করে তিনি জানান, ‘সঠিক পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পানির ন্যায্য বণ্টন, আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণ এবং মৌসুমি পানি সংকট মোকাবিলায় এই সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকুন, নিয়ম-নীতি মেনে সমবায় পরিচালনা করুন এবং টেকসই কৃষি উন্নয়নে একযোগে কাজ করুন। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে।’

সমিতির সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রফেসর নাজমুল করিম, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না, মিজান সরকার, কৃষি উপসহকারী রুবেল নাথ ও সমিতির ব্যবস্থাপক মুহাম্মদ আইয়ুব।

সভায় গত বছরের কার্যক্রম, আর্থিক বিবরণী, সেচব্যবস্থা উন্নয়ন, পানি ব্যবহারে আধুনিক প্রযুক্তির প্রচলন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সেচখাল পুনঃখনন, পানি অপচয় রোধ, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us