• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৩:৫৫ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

বামনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান

১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৯:২৯

সংবাদ ছবি

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে চেকপোস্ট অভিযান।

Ad

১ ডিসেম্বর সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাফ্রাখালির ঢাকা-পাথরঘাটা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী বামনা লেফটেন্যান্ট আব্দুল বাসেত পাঠান টুটুল, (এক্স), বিএন, (পি নং-৩৮১১) এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট টিম ও পাথরঘাটা ট্র্যাফিক পুলিশের ৫জন সদস্য অংশগ্রহণ করেন।

চেকপোস্ট অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানকালে মোট ১২৩টি মোটরসাইকেল, ৩টি বাস, ১টি প্রাইভেটকার, ৫টি পিকআপ ও ২টি ট্রাক তল্লাশি করা হয় এবং ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি মামলা করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারণে ট্র্যাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরো সুদৃঢ় করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
চলতি ডিসেম্বরে মিলবে টানা তিনদিনের ছুটি!
১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩২






Follow Us