• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০৮:৪৫ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

মিরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:১৩:০২

সংবাদ ছবি

মিরপুর  (কুষ্টিয়া) প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্বৈরাচার শেখ হাসিনা ঈর্শ্বানিত হয়ে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতকে নির্দেশনা দিয়ে জেলে ভরে রেখে স্লো পয়জনিং করে তাকে তিলে তিলে শেষ করে দেয়া হয়েছে।

Ad

সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে কুষ্টিয়ার মিরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নফল রোজা পালন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।

Ad
Ad

মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে সাবেক এমপি বলেন, আমার জীবনের বিনিময়ে হলেও আল্লাহ তুমি খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখো। তাকে (বেগম খালেদা জিয়া) চতুর্থবারের মত দেশের দায়িত্বভার গ্রহণ ও শেখ হাসিনার বিচার দেখে যাওয়ার সুযোগ তৈরী করে দিও। শেখ হাসিনা দেশের হাজার হাজার ছাত্রজনতাকে নির্মমভাবে হত্যা করেছে। তার ফাঁসির রায় হয়েছে। এই রায়ের বাস্তবায়ন যেন নিজ চোখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখে যেতে পারে সেই সুযোগ তৈরী করে দিও।

মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে তিনি আরও বলেন, নফল রোজার ফজিলতে এবং বিএনপি’র আমলে দেশের ব্যাপক উন্নয়নের স্বার্থে আল্লাহ তুমি বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও।

এর আগে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নেতাকর্মীদের নফল রোজা রাখার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীরা নফল রোজা রাখেন ও সম্মিলিতভাবে ইফতারে অংশ গ্রহণ করেন। এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
এবার কীসের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরীমণি
১ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৬:৫৯











Follow Us