• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০৮:২৪ (02-Dec-2025)
  • - ৩৩° সে:

নবাগত ইউএনও সাথে গজারিয়া থানা প্রেসক্লাবের সাক্ষাৎ

২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:৪৫

সংবাদ ছবি

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : গজারিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গজারিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Ad

২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

Ad
Ad

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইনসহ প্রেসক্লাবের অন্যান্য সিনিয়র সদস্যরা।

সাক্ষাৎকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ গজারিয়ার বিগত সময়কার আইন-শৃঙ্খলার অবনতি, সড়ক দুর্ঘটনার ঝুঁকি, কিশোর গ্যাং সমস্যা, মাদক পরিস্থিতি, এবং সাধারণ মানুষের প্রশাসনিক সেবায় ভোগান্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন।

এসময় প্রেসক্লাব সভাপতি নেয়ামুল হক নয়ন বলেন—“গজারিয়া একটি সম্ভাবনাময় এলাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলার অবনতি জনগণকে উদ্বিগ্ন করেছে। আমরা চাই নতুন ইউএনও স্যারের দক্ষ নেতৃত্বে পরিস্থিতির দ্রুত উন্নতি হোক।”

সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন বলেন, “প্রশাসন, গণমাধ্যম এবং এলাকার জনপ্রতিনিধিদের সমন্বয়ে গজারিয়াকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সবার যৌথ ভূমিকা অপরিহার্য। আমরা সাংবাদিকরা ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখব।”

গজারিয়া থানা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও এলাকার সমসাময়িক সমস্যা, বিশেষ করে কিশোর অপরাধ, মাদক কারবার, বিভিন্ন বাজারে চাঁদাবাজি এবং নদীপথে নৌযান নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রেসক্লাবের মতামত ও পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন, “গজারিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা আমার প্রথম অগ্রাধিকার। প্রশাসনের প্রতিটি বিভাগকে সমন্বয় করে কাজ করা হবে। জনগণের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। আপনাদের তথ্য ও পর্যবেক্ষণ আমাদের কাজকে আরও শক্তিশালী করবে। গজারিয়াকে নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী করতে সবার সহযোগিতা কামনা করছি।”

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও’র প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁর সফল কর্মময় প্রশাসনিক যাত্রার জন্য শুভকামনা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
এবার ৫২৭ থানার ওসি লটারিতে নির্ধারণ
২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:১৬






Follow Us