• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৩০:১৫ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্য মেলা, ভেঙে দিল উপজেলা প্রশাসন

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৪:২২

সংবাদ ছবি

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই পরিচালিত এক শিল্প ও বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেলার মূল ফটক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

Ad

সাভার পৌরসভার গেন্ডা বালুর মাঠে আয়োজিত এ মেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

Ad
Ad

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্ডা এলাকায় মাসব্যাপী অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য ও শিল্প-বাণিজ্য মেলার আয়োজন করা হলেও নিয়ম ভঙ্গ করে সেখানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহার, জুয়া ও অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ওঠে। এসব অভিযোগে গত ১০ নভেম্বর স্থানীয় প্রশাসন মেলার অনুমতিপত্র বাতিল করে মেলা বন্ধের নির্দেশ দেয়।

তবে কিছুদিন বন্ধ থাকার পর গত শুক্রবার অনুমতি ছাড়াই ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা’ নামে আবারও মেলা চালু করে একটি চক্র।

এদিকে বছরের শেষের পরীক্ষার সময় হওয়ায় মেলার উচ্চ শব্দ, ভিড়, যানজট ও বিশৃঙ্খল পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটাচ্ছে বলে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “অবৈধ যেকোনো মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তার নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মেলার ফটক ভেঙে দেওয়া হয়। দোকান মালিকদের বুধবার সকাল ১০টার মধ্যে নিজেদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুনরায় অভিযান চালিয়ে পুরো মেলা উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সংবাদ ছবি
কান বিজয়ী ইরানি পরিচালকের কারাদণ্ড
৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:৫৩



Follow Us