রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় আবারও সীমান্ত চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৬ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে একটি বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লক্ষ টাকার ভারতীয় সিগারেট, নগদ দেড় লক্ষ টাকা নিয়ে এক ইউপি সদস্যসহ মোট চার জন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করে মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের সেনাসদস্যরা।


টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত তল্লাশি অভিযানে একটি পিকআপে করে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ধরা পড়ে। জব্দ সিগারেটের মধ্যে; বিদেশী ব্রান্ডের অরিস ৮ কার্টন; পেট্রোন ১০ কার্টন; বেন্সন ৫ কার্টনে মোট ১০ হাজার প্যাকেট সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২১ লক্ষ ৫০,০০০ টাকা বলে জানা গেছে। এসময় পিকআপে থাকা দেড় লাখ টাকাসহ চার চোরাকারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাস (৪৫), পাথরবন পাড়ার বাসিন্দা মো. সাজ্জাদ ইসলাম (২২), শফিপুর এলাকার মো. মহিবুল হাসান (২৩) ও রাজস্থলী বাজার এর রনি তঞ্চঙ্গ্যা (২০)।
অভিযান শেষে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত পিকআপ ও সিগারেট রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে রাজস্থলী থানার এসআই মো. হাফিজ বলেন, “সেনাবাহিনী চার জন আসামিসহ বিপুল পরিমাণ সিগারেট এবং পিকআপ জব্দ করেছেন তা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, জনৈক ডালিম ও শিমুল দাসগং এই সিগারেটের ব্যবসার মূল হোতা।
সীমান্ত এলাকাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই চোরাচালানকারীরা ভারত থেকে অবৈধভাবে সিগারেটসহ বিভিন্ন পণ্য আনার চেষ্টা করছে। তবে সম্প্রতি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ কঠোর তৎপরতার কারণে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে এসেছে। পাহাড়ি সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর টহলসহ গোয়েন্দা তৎপরতা আরো জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available