স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখা।

১০ ডিসেম্বর বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।


মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইন্স আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন ।
মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আল-রুহী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্জ্ব মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, মো. মোমিনুর রহমান মোমিন, শিশু বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, সালিশী সম্পাদক মো. আব্দুল হালিম, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌর শাখার শাখার সভাপতি মো. গোলাম মওলা মিটলুসহ অনেকে।
এসময় বক্তরা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের বিশেষ অধিবেশনে মানবাধিকার আন্দোলনের ঐহিতাসিক দলিল, যা ৩০ ধারার সার্বজনিন ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় আজ সারা বিশে^ জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ^ মানবাধিকার দিবস পালন হচ্ছে। বর্তমানে দেশ ও সারা বিশে^ নানাভাবে মানবাধিকার লংঘন হচ্ছে। ক্ষুন্ন হচ্ছে পদে পদে মানুষের অধিকার। অবিলম্বে দেশ ও সারা বিশে^ হুম, হত্যা, জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। করতে হবে সবার নিশ্চিত মানবাধিকার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available