নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ফয়সাল আজম অপু-এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল আকতার, সহসাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া।


এছাড়াও উপস্থিত ছিলেন উপ-দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম, আলমগীর হোসেন আবুল কালাম, আরমান হোসেনসহ অন্য সাংবাদিকরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সোনামসজিদ প্রেসক্লাব এর সভাপতি ফয়সাল আজম অপু বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় গৌরবের দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available