গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–৩ আসনে (শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা আমির ড. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেন। পরে ইসলামী ঐক্য জোটের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচন অফিস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।


এর আগে রবিবার বিকেলে গাজীপুর–৩ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম, ইসলামী।
মনোনয়নপত্র জমাদান শেষে প্রার্থীরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন এবং ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। যাচাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর–৩ সংসদীয় আসনটি শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও জনবহুল এই আসনটিতে এবারও প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর–৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। একটি পৌরসভা, দুইটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available