বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সংক্রান্ত অনিয়মের দায়ে ৩টি হোটেল ও ১টি পান দোকানকে মোট ২ হাজার ১০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।

২৯ ডিসেম্বর সোমবার বিকেলে বীরগঞ্জ পৌরশহরের রেজিস্ট্রার অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে নিউ চিটাগং গরুর মাংসের হোটেলকে ৫০০ টাকা, সাবেক চিটাগং গরুর মাংসের হোটেলকে ৫০০ টাকা এবং মঙ্গল চপ ঘরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রকাশ্যে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে একটি পান দোকানিকে সতর্কতামূলক ১০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available