• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ সকাল ০৯:২৬:৫২ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

৮ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৪:২৪

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

Ad

৭ জানুয়ারি বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় অবস্থিত কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এসময় নবাগত নেতাকর্মীরা তাঁর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব রুহুল আমিন (প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় ওলামা দল), আনোয়ার হোসেন বেপারী (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর পৌর বিএনপি), এস এম আবুল কালাম আজাদ (আহ্বায়ক, গাজীপুর জেলা কৃষকদল) এবং ছাত্রদলের নেতৃবৃন্দ জিয়াউল করিম রিফাত ও মামুন আকন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি ও এর সহযোগী সংগঠন থেকে মোট ৫৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন— আলপনা আক্তার ছোঁয়া (জেলা সংগঠক, জাতীয় নাগরিক পার্টি), হাফেজ আবদুল আজিজ (সাংবাদিক ও যুগ্ম আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রীপুর শাখা), কাইফাত মোড়ল ও শরিফুল ইসলাম (সদস্য, জাতীয় নাগরিক পার্টি) এবং সাদিকুর রহমান (সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদানের ফলে শ্রীপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৭:৫৮

তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫১:৪৬









Follow Us