লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাবের-১৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল জাতীয় মাদক এস্কাফ জব্দ ও ১ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

৭ জানুয়ারি বুধবার বিকেলে রংপুর সদর কোম্পানির র্যাবের-১৩ সিপিএসসি রংপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।


জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর (কদমতলা) গ্রামে অভিযান চালিয়ে একটি বসতবাড়ির মেঝের নিচে পুঁতে রাখা ড্রামের ভেতর থেকে ও অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল থেকে মোট ৩৪৪ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এসময় উপজেলার চন্দ্রপুর বাজার এলাকার বসিন্দার মো. আকিমুল ইসলাম আপেল (৩২)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকা ও আশপাশের জেলা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি মাদক সংরক্ষণ ও পরিবহনে নানা কৌশল ব্যবহার করতেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available