বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, বাস, পিকআপ, প্রাইভেট কার ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা যায় যৌথবাহিনীকে।

৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডৌয়াতলা বাজারের খিদমাহ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ ছিল।


অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর বামনা ক্যাম্পের কমান্ডার লে. এমডি মাহিন, (এক্স), বিএন, (পি নং-৪০১৬)।
অভিযানে সড়ক আইনে লাইসেন্স বিহীন ও হেলমেট না থাকার আইনে ৫টি মামলার বিপরীতে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে নৌবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available