আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আরা আর নেই। আজ ১৪ জানুয়ারি বুধবার সকাল ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার মাইগ্রেনজনিত সমস্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মরহুমাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে শ্বশুরবাড়িতে দাফন করা হবে।
ফেরদৌসী আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাবার বাড়ি সেখানে এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
তার মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন স্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available