নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ মো. তুহিন হোসেন (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

১২ জানুয়ারি সোমবার র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে র্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্প ও র্যাব-১৩-এর একটি যৌথ দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বাছের মোল্লা।
র্যাব জানায়, গ্রেফতারের সময় তুহিন হোসেনের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available