• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:২১ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৭:০০

খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : " গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে" এই প্রতিপাদ্য বিষয়টি'কে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুরুতেই প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনূস গণভোট সম্পর্কিত রেকর্ডেড বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয়।

Ad
Ad

গণতন্ত্র রক্ষায় গণভেট প্রদানে দেশের জনগণদের উদ্ধুদ্ধ করেন। সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাই এর চেতনাকে ধারণ করে আমাদের এই গণভোটের মাধ্যমে তাদের দাবি গুলো তুলে ধরা হয়েছে। হ্যাঁ ভোট প্রদানের মাধ্যমে এ দেশের পরিবর্তন আনবে। একইসাথে আপনাদের হ্যাঁ ভোট প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের মুক্ত মত প্রকাশ করতে পারবেন। এসময় তিনি আরও বলেন, আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি।

এই জন্য সবাইকে হ্যাঁ ভোট প্রয়োগের জন্য উদ্ধুদ্ধ করেন পার্বত্য উপদেষ্টা। মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.আনোয়ার সাদাত এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি জেলার ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি।

এসময় বক্তারা, বিগত ১৭ টি বছর ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন। দেশের গণতন্ত্র রক্ষায় নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে আক্ষেপ করেন। এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট প্রয়োগের মাধ্যমে দেশের অভূতপর্ণ পরিবর্তন হবে বলে প্রত্যাশা করেন তারা।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সম্মানিত জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককুল, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতার পদত্যাগ
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৩৬




দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:০০



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩৪:২৪




Follow Us