• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ বিকাল ০৫:৫৭:২৭ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুর সরকারি কলেজের যাত্রী ছাউনি দখল, ভোগান্তিতে ১২০০ শিক্ষার্থী

২২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৮:১২

শ্রীপুর সরকারি কলেজের যাত্রী ছাউনি দখল, ভোগান্তিতে ১২০০ শিক্ষার্থী

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নির্মিত যাত্রী ছাউনিটি এখন একটি স্থানীয় রেস্টুরেন্টের দখলে চলে গেছে। যাত্রী ছাউনি জুড়ে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী, আর চারপাশ ছেয়ে গেছে ময়লা-আবর্জনার দুর্গন্ধে। এতে কলেজের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর বসার জায়গাটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

Ad

গাজীপুর জেলা পরিষদের অর্থায়নে শ্রীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের বিশ্রামের কথা চিন্তা করে এই যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে কলেজ সংলগ্ন ‘আব্দুল মতিন মোল্লা সুপার মার্কেটে’ অবস্থিত ‘খানাপিনা ফুড এন্ড বেপারী পার্টি সেন্টার’ নামক একটি রেস্টুরেন্ট এটি দখল করে রেখেছে। ছাউনির ভেতরে ইট, বালুসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখায় বেশ কিছু অংশ ভেঙে গেছে। এছাড়া রেস্টুরেন্টের যাবতীয় উচ্ছিষ্ট ও আবর্জনা এখানে ফেলার কারণে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

Ad
Ad

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, "আমরা দূর-দূরান্ত থেকে কলেজে আসি। গাড়ির অপেক্ষায় বা অবসরে বসার জন্য এটি আমাদের একমাত্র জায়গা ছিল। কিন্তু প্রভাবশালী একটি মহল এখন এটি দখল করে রেখেছে। ময়লা আর নির্মাণ সামগ্রীর কারণে আমরা সেখানে দাঁড়াতেও পারি না।" কলেজের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "দেশের বিভিন্ন জেলা থেকে আসা ১২০০ শিক্ষার্থীর এই সম্পদটি এভাবে নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক।"

নির্মাণ সামগ্রী রাখার বিষয়ে জানতে চাইলে খানাপিনা রেস্টুরেন্টের ম্যানেজার চুন্নু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, "অন্য কোথাও জায়গা না থাকায় আমরা অল্প কয়েক দিনের জন্য এখানে মালামাল রেখেছি। খুব দ্রুতই এসব সরিয়ে নেওয়া হবে।"

যাত্রী ছাউনিটি রক্ষায় এবং শিক্ষার্থীদের বসার পরিবেশ ফিরিয়ে দিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে যাত্রী ছাউনিটি আগের রূপে ফিরিয়ে দেওয়া হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা
২২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫৪:৫৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ
২২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫১:০৯



পিরোজপুরে গণভোটের ইমাম সমাবেশ অনুষ্ঠিত
পিরোজপুরে গণভোটের ইমাম সমাবেশ অনুষ্ঠিত
২২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:১৯:৫৯



আইসিসি থেকে সুবিচার পাইনি : আসিফ নজরুল
আইসিসি থেকে সুবিচার পাইনি : আসিফ নজরুল
২২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০০:৫৫




Follow Us