• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ দুপুর ০২:০১:২১ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

ছেলে এনসিপির প্রার্থী, বাবা চাইছেন ধানের শীষের ভোট

২৪ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৬:৫৮

ছেলে এনসিপির প্রার্থী, বাবা চাইছেন ধানের শীষের ভোট

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী লড়াইয়ে এক অভিনব দৃশ্য তৈরি হয়েছে। যেখানে একই পরিবারের দুই সদস্য বিপরীত মেরুর প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। ছেলে লড়ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হিসেবে, অথচ বাবা প্রকাশ্য জনসভায় ভোট চাইছেন বিএনপির প্রার্থীর পক্ষে।

Ad

এনসিপির প্রার্থী মাহবুব আলমের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং আসন্ন নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, তার বাবা আজিজুর রহমান উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে প্রচার চালাচ্ছেন।

Ad
Ad

২৩ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সাথে অন্তত ১৮টি পথসভায় অংশ নিয়েছেন আজিজুর রহমান। প্রতিটি সভাতেই তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান।

ছেলের বিপক্ষে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। তবে ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।

এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম কিছুটা কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার বাবাকেই এ ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন।

বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেন, আজিজুর রহমান দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপি নেতা। তিনি প্রমাণ করেছেন যে, ব্যক্তির চেয়ে দল বড় এবং সম্পর্কের চেয়ে আদর্শ বড়। আমি ধন্য, আমাদেও বিজয়কে কেউ ঠেকাতে পারবে না।

রাজনীতি বনাম পারিবারিক সম্পর্কের এই মধুর সমীকরণ এখন রামগঞ্জের সাধারণ ভোটারদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৫


গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
গণভোট নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪১:৪৮






Follow Us