• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ রাত ০৮:৪১:২৭ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ে সেমিনার

২৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩৫:২৭

লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসজনিত কিডনি রোগ বর্তমানে একটি বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিচ্ছে বলে মত প্রকাশ করেছেন  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

Ad

তিনি বলেন, “অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সচেতনতার অভাবে দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

Ad
Ad

২৬ জানুয়ারি সোমবার দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মেলন কক্ষে ‘Lifestyle, Diet and Kidney Disease: A Growing Public Health Challenge’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এবং মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী।

অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রোটারিয়ান ড. মো. নজমুস সাদেকীন। রিসোর্স পারসন হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক রোটারিয়ান ড. মো. শহীদুল্লাহ কায়সার (অর্থোপেডিকস ও ট্রমাটোলজি) এবং মাভাবিপবির বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আব্দুল জলিল ও পাস্ট সেক্রেটারি রোটারিয়ান আরিফুল ইসলাম। প্রোগ্রাম পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাংগাইলের প্রেসিডেন্ট রোটারেক্টর মো. সাকিব হাসান খান।

বক্তারা বলেন, কিডনি রোগ প্রতিরোধে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, রোটারিয়ান ও রোটার‌্যাক্ট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
৩০ হাজার ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা
২৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:০২:৫৯

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫৩



ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬




Follow Us