স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকেও আটক করা হয়।

বিজিবির নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারি শুক্রবার ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহিড়ীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ধামেরঘাট বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২৫০ গজ ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যমানের একটি ভারতীয় গরু জব্দ করে।


অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে ২৪ জানুয়ারি শনিবার বড়বাড়ি বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৫৭/১ এস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পঞ্চগড় জেলার সীমান্তবর্তী বড়দরগা নামক স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ১০ গজ ভেতর থেকে মো. আসাদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে একটি ভারতীয় গরুসহ আটক করা হয়। আটক গরুটির আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ টাকা।
এ বিষয়ে ৫৬ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবেই এই অভিযানগুলো চালানো হয়েছে। তিনি আরও জানান, মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available