নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের বাক্সে কেউ হাত দিলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে।’

২৫ জানুয়ারি রোববার বিকেলে রাজধানীর ধূপখোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।


জামায়াত আমির বলেন, ‘আমরা আর মানুষে মানুষে ভেদাভেদ চাই না। আমাদের সবার পরিচয় ‘আমরাই বাংলাদেশ’। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না।’
তিনি আরও বলেন, ‘দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় আসতে চাই না। জামায়াতের বিজয় নয়, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলেই বাংলাদেশ বিজয়ী হবে’
বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ্য করছি, কেউ কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন। দয়া করে আর নাক গলাবেন না। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না।’
কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি দল দাবি করছে, তারা ক্ষমতায় এলে দেশকে দুর্নীতিমুক্ত করবে। অথচ তাদের ৩৯ জন প্রার্থী গুরুতর ঋণখেলাপি।’
এর আগে, সকালে যাত্রাবাড়ীতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বেকার ভাতা নয়, যুবক-যুবতীদের হাতে কাজ তুলে দিয়ে কারিগরি দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলরদের বছরে চারবার পচা ডোবার পানিতে গোসল করানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available