• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:০৬ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

মা-শিশু স্বাস্থ্য সেবায় জাতীয় পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন

১১ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:২৫:৫৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠসহ ৩টি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর।

Ad

১১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের হাতে পুরস্কার তুলে দেন।

Ad
Ad

বিশ্ব জনসংখ্যা দিবসের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের অফিসার ইনচার্জ ড. বিভাবেন্দ্র সিং রাঘবংশী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ।

একই দিনে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে পুরস্কার গ্রহণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর কর্তৃক পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়, কুমিল্লার প্রজেক্ট ম্যানেজার সুমন কুমার সাহা এবং কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন উক্ত প্রকল্পের এমআইএস অফিসার মো. তরিকুল ইসলাম।

উল্লেখ, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা কমিউনিটি বেসড ডিস্ট্রিবিউশন (সিবিডি) ক্যাটগরিতে নির্বাচিত হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ঢাকা আহ্ছানিয়া মিশন, কুমিল্লা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি) নির্বাচিত এবং কুমিল্লা জেলা পর্যায়ে ঢাকা আহছানিয়া মিশন, কুমিল্লা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (সিবিডি ও ক্লিনিক) নির্বাচিত হওয়ায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরকে এই জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:৩৩


সংবাদ ছবি
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫:০৪

সংবাদ ছবি
বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:২৯

সংবাদ ছবি
সিআইপি নির্বাচিত হওয়ায় সেনবাগে সংবর্ধনা
২০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:৩৯


সংবাদ ছবি
মণিরামপুরে কৃষক পরিবারকে জিম্মি করে ডাকাতি
২০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১২




Follow Us