• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ১২:০২:৩১ (17-Dec-2025)
  • - ৩৩° সে:

ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বারাকাহ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত

১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৯:২০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায় এবং দি বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad

অনুষ্ঠানে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার চেয়ারম্যান ও সম্পাদক ড. মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি বারাকাহ ফাউন্ডেশন ও ইনসাফ বারাকাহ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. মতিউর রহমান।

Ad
Ad

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. রুহুল আমিন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, ডা. নাজনীন কবীর, মো. মোজাফফর হাসান খান মজলিস, এস এম শাহজাহান সিরাজ, আবদুল কাইয়ুম আল ফয়সাল, মুহা. হাফিজুর রহমান, নজরুল ইসলাম শাওন ও এইচ এম দুলাল প্রমুখ।

১৬ ডিসেম্বর শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬ দিনব্যাপী চলবে। উল্লেখ্য যে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ব্যবস্থাপনায় ও ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় বিএফডিসি প্রাঙ্গণেও আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের বিভিন্ন বিভাগের ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে রোগী দেখছেন। এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু, কিডনি, সার্জারি, ইউরোলজি, বক্ষব্যাধি, অর্থোপেডিক, নাক-কান-গলা, নিউরো সার্জারি, রক্তরোগ, মনোরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১ হাজার সাধারণ মানুষ ও রোগী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি বিশেষ প্যাকেজে ছয়টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ইসিজি ও হোল অ্যাবডোমেন আল্টাসনোগ্রাম) মাত্র ১২০০ টাকায় করার সুযোগ দিচ্ছেন। এছাড়া প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ এবং অন্যান্য পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেন্টাল চেক-আপ ফ্রি রাখা হয়েছে এবং দাঁতের অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হলে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবস উদযাপন
১৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:২২:০৭







সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫



Follow Us