• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ সকাল ০৯:২৫:০৫ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

সংকটে যেভাবে সদস্যদের পাশে দাঁড়ায় বিজেসি

৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৫:৫২

সংকটে যেভাবে সদস্যদের পাশে দাঁড়ায় বিজেসি

পারভেজ রেজা: ৮৬ লাখ ৯১ হাজার ৩৭৮ টাকার হিসাবে এই পরিমাণটা একেবারে কম না। বিন্দু বিন্দু করে যেমন সিন্ধু হয়, তেমনি করেই সদস্যরা এই টাকা জমিয়েছে এবং নিজেদের টাকায় একে অপরের পাশে দাঁড়িয়েছে। বিপদের দিনে ৩১০ জনকে এই অর্থ প্রদান করা হয়েছে।

Ad

বলছি দেশের টেলিভিশন সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাম্ট জার্নলিস্ট সেন্টার-বিজেসি’র আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’র কথা। বিজেসি জন্মলগ্ন থেকেই তার সদস্যদের জন্য স্বাস্থ্য বীমা নামের একটি প্রকল্প চালু করে। যা বিজেসি সদস্যদের বাৎসরিক চাঁদার মাধ্যমে সংগৃহীত হয়। যদি তহবিলে কোনো সংকট দেখা দেয় তাহলে তা বিজেসি’র নিজেস্ব তহবিল থেকে দেয়া হয়।

Ad
Ad

২০১৯ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এক বছরের জন্যও এই কার্যক্রম বন্ধ করেনি বিজেসি। গত তিন বছর ধরে তুলনামূলকভাবে বিজেসির আর্থিক সংকট চলছে, কিন্তু বীমা ঠিকই চালু রাখা হয়েছে। অন্য সব সংগঠনে চালু থাকা স্বাস্থ্য বীমার চেয়ে বিজেসির স্বাস্থ্য বীমার কিছুটা ভিন্নতা রয়েছে। বিজেসি কোন বীমা কোম্পানির মাধ্যমে এই তহবিল পরিচালনা করে না। বিজেসি তার সদস্যদের মধ্য থেকে গঠিত কমিটি দ্বারা এই তহবিল পরিচালনা, আবেদন যাচাই-বাছাই করে থাকে। অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা তথ্যের সত্যতা নিশ্চিতে সরেজমিনেও পরিদর্শন করে থাকেন। তাই বীমার প্রতিটি টাকা যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেছে বলে  মনে করে বিজেসি।

তবে এই ৭ বছরে প্রায় ৮৭ লাখ টাকা অংকটা যেমন একেবারে কম না, আবার অন্য অর্থে বেশিও না। বর্তমানে নীতিমালা অনুযায়ী এই বীমা তহবিল থেকে একজনকে একসাথে সর্বোচ্চ ৫০ হাজার এবং বছরে দেড় লাখ টাকা পর্যন্ত দেয়া হয়। আর কেউ শুধু হাসপাতালে ভর্তি হলেই এই বীমার আওতায় অর্থ পাবেন। কিন্তু জটিল কোনো অসুস্থতায় চিকিৎসা বাসায় বসে করলে এই অর্থ দেবার নিয়ম নেই।

বীমার আওতা বাড়ানোর জন্য দরকার বড় তহবিল। সদস্যদের জন্যে ভবিষ্যতে ১০ কোটি টাকার একটি কল্যাণ তহবিল গড়ার স্বপ্ন দেখে বিজেসি। যে তহবিল থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে সদস্যদের দক্ষতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ আরও কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বীমার আওতায় শুধু সদস্য নয়, তার স্ত্রী ও সন্তানদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই স্বপ্ন অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এটি বাস্তবায়ন করা একেবারে অসম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই তহবিল গঠন করা খুব ভালভাবেই সম্ভব।

লেখক: নির্বাহী, ব্রডকাস্ট জার্নলিস্ট সেন্টার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৭:৫৮

তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫১:৪৬









Follow Us