• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:১১:৪৩ (28-Nov-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে শীতের দাপট বাড়ছে, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

২৮ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৫:৩৯

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ভোরের আলো ফোটার আগেই বয়ে আসা কনকনে হিমেল হাওয়া আর বাতাসে জমে থাকা আর্দ্রতা জনজীবনে শীতের প্রকোপ আরও বাড়িয়ে তুলেছে। কয়েকদিন ধরে দিন-রাতের তাপমাত্রা বৈষম্যও ভোগান্তি বাড়িয়েছে স্থানীয়দের।

Ad

২৮ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।

Ad
Ad

আবহাওয়া অফিসের ব্যাখ্যা, উত্তরের হিমালয় ঘেঁষা বাতাস এই জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। যদিও তাপমাত্রা ১৩ ডিগ্রি ঘরেই থাকছে, তবে এটি আরও কমবে এবং শীতের তীব্রতা বাড়বে বলেও জানানো হয়েছে। ডিসেম্বরের শুরুতেই শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে তারা।

শীতের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। তেঁতুলিয়ার বুড়াবুড়ি এলাকার কৃষক হবিবর রহমান জানান, “ভোরে দোকান খুলতেই হাত–পা জমে যায়। ঠান্ডা হাওয়া সরাসরি লাগে। লোকজনও সকাল সকাল বের হয় না। ব্যবসায় প্রভাব পড়ছে।”

জেলা শহরের রিকশাচালক জাহাঙ্গীর হোসেন বলছেন, “ভোর থেকে যাত্রী কমে গেছে। ঠান্ডায় কেউ বের হতে চায় না। তবুও তো কাজ করতে হবে, তাই মোটা কাপড় পরে রিকশা চালাই।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। ইতোমধ্যে শীত নেমেছে, আর ডিসেম্বরের শুরুতে তীব্রতা আরও বাড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮
২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:২১







সংবাদ ছবি
ডিসেম্বরে ভারত সফরে আসছেন পুতিন
২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৬:৩৩


Follow Us